Monday, July 11, 2011

HSC Result In Bangladesh will be published 31 July 2011


HSC result 2011 will be published 31 July 2011. But the date will be changed. The chairman of Dhaka Education Board professor Fahima Khatun confirmed us that they will published the result of HSC, Madrasha and Vocational board result at 31 July. There are .7 million 79 thousand 4 hundred 41 students appeared in this examination.
এইচএসসির ফল প্রকাশ ৩১ জুলাই
চলতি মাসের ৩১ তারিখ এইচএসসি ফল প্রকাশ হতে পারে। তবে সময়ের পরিপ্রেক্ষিতে একদিন আগে পিছে হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ৩১ জুলাই আমরা ফল প্রকাশ করব। নির্দিষ্ট সময়ে যাতে ফল প্রকাশ করা যায় সেই হিসাব করে কাজ চলছে। তবে ঢাকার বাইরেও কিছু খাতা মূল্যায়নের জন্য পাঠানো হয়েছে। তবে একদিন আগেও হতে পারে।

জানা যায়, ২০১০-১১ শিক্ষাবর্ষে সারা দেশে সাধারণ, মাদ্রাসা ও কারিগরিসহ (ভোকেশনাল) মোট ১০টি শিক্ষা বোর্ডের অধীনে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এসব শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় ৭ লাখ ৭৯ হাজার ৪৪১ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৪ লাখ ২৪ হাজার ৪২৩ জন ছাত্র এবং ৩ লাখ ৫৪ হাজার ৬১৮ জন ছাত্রী।


No comments:

Post a Comment